মিক নং | সেবা প্রদানের বিবরণ | সেবা প্রদানের সময় | সেবা প্রদানের পদ্ধতি |
ক। | উপবৃত্তি বিতরণ
| জানু-জুন ১ম কিস্তি জুলাই-ডিসেম্বর ২য় কিস্তি | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তির অর্থ প্রদান
|
খ। | বই বিতরণ প্রতিষ্ঠান | জানুয়ারী | প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের হাতে সরাসরি বই প্রদান।
|
গ। | পরিদর্শন
| সারা বছর | সরাসরি প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে। |
সিটিজেন চার্টার ( Citizen charter )
নং | সেবাসমূহের বিবরণ | সেবা প্রদানের সময়সীমা | সেবা প্রদানের পদ্ধতি/শিক্ষার্থী নির্বাচনের ক্যাটাগরি | সেবা প্রদানের স্থান |
১.
২
৩
৪
৫
৬
৭
৮ | মাধ্যমিক স্তর (৬ষ্ট-১০ম শ্রেণী)
উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র/ছাত্রীদের (একাদশ-দ্বাদশ) উপবৃত্তি প্রদান ।
মাধ্যমিক সত্মরের স্কুল মাদ্রাসার শিক্ষক কর্মচারী নিয়োগ ।
এবতেদায়ী ,মাধ্যমিক সত্মরের স্কুল , মাদ্রাসা , ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্ত্তক বিতরন।
বেসরকারী স্কুল, মাদ্রাসায় নিয়মিত ম্যানেজিং কমিটি গঠণ
উপজেলা স্কুল/মাদ্রাসা ক্রীড়া সমিতির সদস্য সচিব হিসেবে উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা ।
শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সম্বনয় সভা | মাধ্যমিক সত্মরে শিক্ষা বর্ষের ১লা জানুয়ারী হতে ৩১শে জানুয়ারী মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে । শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ১৫ দিনের মধ্যে নিধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ছাত্রী আবেদন ফরম পুরন করতে হবে
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ১৫ দিনের মধ্যে নিধারিত ফরমে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে নির্বাচিত ছাত্রী আবেদন ফরম পুরন করতে হবে
সংশিস্নষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পত্রিকায় বিজ্ঞপ্তির ও আবেদন পত্র বাছাইয়ের পর ৩ মাসের মধ্যে|
প্রতি বছর শিক্ষা বর্ষ শুরুর পূর্বে অর্থাৎ ডিসেম্বর ১ম সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে পাঠ্যপুসত্মক সরবরাহ করা যাহাতে ১লা জানুয়ারী শিক্ষাথীদের হাতে পাঠ্যপুসত্মক পৌছানো যায় ।
জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রিজাইডিং অফিসার নিযুক্ত হওয়ার ১ মাসের মধ্যে
শীতকালীন ফেব্রয়ারী-মার্চ গ্রীষ্মকালীন আগষ্ট-সেপ্টেম্বর
শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন
প্রতি ৩ মাসে ১বার | ১। শিক্ষার্থীর পিতা/অভিভাবক ৫০ শতাংশের ভুমির ক মালিক ২। পিতা অভিভাবকের বার্ষিক আয় ৩০,০০০/-টাকার নিচে ৩। দুঃস্থ অসহায় গোষ্ঠি(যেমনঃ এতিম,অনাথ) ৪। অস্বচ্ছল মুক্তি যোদ্ধার সন্তান ৫। উপার্জনে অসমর্থ/বিকলাঙ্গ(যেমনঃ পঙ্গু অন্ধ,বোবা ইত্যাদি) পিতা /মাতার সমত্মান ৬। নদী ভাঙ্গন কবলিত/বাসত্মহারা ও অস্বচ্ছল পরিবারের সমত্মান ৭। নিম্ন আয়ের শ্রমজীবি (যেমন রিক্সাচালক দিনমজুর ইত্যাদি) অভিভাবকের সমত্মান এবং ৮। সকল চরম প্রতিবন্ধি শিক্ষার্থী
১। উপবৃত্তির জন্য নির্বাচিত ছাত্রীর অভিভাবকের বার্ষিক আয় ৭৫০০০/-টাকার কম হতে হবে । ২। ৭৫ শতাংশের কম জমি থাকতে হবে ।
নিয়োগ কমিটির সদস্য হিসাবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিত্বকরন।
পরবতী শিক্ষা বর্ষের প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের চাহিদা মোতাবেক বিষয়ভিত্তিক পাঠ্যপুসত্মকের চাহিদা পাওয়ার পর ডিসেম্বর মাসে পাঠ্যপুসত্মক সরবরাহ নিশ্চিত করা হয় ।
জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রিজাইডিং অফিসার নিযুক্তির পর যথাযথ প্রবিধান অনুযায়ী নির্বাচনী তফসীল ঘোষনা করে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে নিয়মিতি কমিটি গঠনে সহযোগিতা করা হয়
উপজেলা ক্রীড়া সমিতির সদস্য সচিব হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ক্রীড়া শিক্ষকেরসহযোগিতায় উপজেলা শীতকালীন ও গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন করে উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদেরকে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রেরন করা হয়
তদারকির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার মান উন্নয়ন
শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যাদি সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিতিতে আলোচনা । | উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসারের কার্যালয় |